‘এজেন্টদের বের করে দিয়েছে, কাউন্সিলর প্রার্থীদের মারা হয়েছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের মারধর করা হয়েছে। আওয়ামী লীগ ভোটকেন্দ্রগুলো নিজেদের আয়ত্তে নিয়ে বিএনপির প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে।’
আজ শনিবার রাজধানীর মির্জা আব্বাস ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির এই নেতা।
মির্জা আব্বাস বলেন, ‘সব সেন্টার তারা (আওয়ামী লীগ) তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থা এবং আওয়ামী যারা আছে, তারা জোরজবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। আমাদের কাউন্সিলর প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে, মারধর করা হয়েছে। আমাদের নারী প্রার্থীকেও মারধর করা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই।’
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে অংশ নিয়েছিলেন সাবেক মেয়র মির্জা আব্বাস। তবে ওই নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
এবার ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নিয়মিতই গণসংযোগে অংশ নিয়েছিলেন মির্জা আব্বাস।