উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সম্মেলনস্থলে যোগ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি
উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন দেশের সর্বস্তরের নেতাকর্মীরা। বর্ণিল সাজে, ঢাক-ঢোল পিটিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে আসছেন তাঁরা।
আজ শনিবার সকালে সম্মেলনে আসা ফরিদপুর কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমরান হোসেন রিমন বলেন, ‘নেতা কে হবেন সেটা নেত্রীর সিদ্ধান্ত। তিনি যাকে ভালো মনে করবেন সে-ই নেতা হবেন। তবে স্বেচ্ছাশ্রম দেওয়াই স্বেচ্ছাসেবক লীগের কাজ।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজেম হোসেন বলেন, ‘সম্মেলন মানে উৎসব। আমরা সেই উৎসবে যোগ দিয়েছি। আমাদের প্রত্যাশা সুন্দর, সৎ ও সাহসীরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন।’
প্রায় ৯ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।