ই-মেইলে চাঁদা দাবি, ‘ওয়ান অব দ্য টপ টেরর’ গ্রেপ্তার

‘ওয়ান অব দ্য টপ টেরর’ পরিচয়ে ই-মেইলে রুমানা রশিদ নামের এক নারীকে প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগে মো. মামুন মিয়া (৪১) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।
আজ মঙ্গলবার ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
নাজমুল ইসলাম বলেন, “গত রোববার রাজধানীর গুলিস্তান এলাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট থেকে মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, ‘অন অব দ্য টপ টেরর ইন বাংলাদেশ’ মিথ্যা পরিচয় দিয়ে তিনিই ই-মেইল যোগে হুমকি দিয়ে ওই নারীর কাছে চাঁদা দাবি করেন।”
পুলিশের এডিসি আরো বলেন, ‘গত ১৯ নভেম্বর রাজধানীর তেজগাঁও থানায় গিয়ে রুমানা রশিদের স্বামী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে অভিযোগ করেন। গত ৬ নভেম্বর ই-মেইলে এই চাঁদা দাবি করা হয়। হুমকিতে একটি চায়না ব্যাংক একাউন্ট দিয়ে বলা হয় গুলশানের যেকোনো হুন্ডি এজেন্টের মাধ্যমে দ্রুত চায়নিজ মুদ্রায় এক লাখ আরএমবি সমপরিমাণ অর্থ পাঠাতে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর গতকাল সোমবার মামুনকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি পুলিশ রিমান্ডে রয়েছেন।’