‘আ.লীগে বিভেদের কারণে জঙ্গিবাদ-সন্ত্রাস মাথাচাড়া দিতে পারে’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, ‘আওয়ামী লীগে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। তাহলে জঙ্গিবাদ-সন্ত্রাস মাথাচাড়া দিতে পারে।’
আজ শুক্রবার সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আ ফ ম রুহুল হক।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতিকে আলোকিত পথ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে আমরাও কেউই নেতা বা জনপ্রতিনিধি হতে পারতাম না। দলকে সুসংগঠিত করে সবাইকে উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’
কলারোয়া পাইলট হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, এখনকার মানুষ একসময় জামায়াত-বিএনপির হাতে নির্যাতিত হয়েছে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
প্রথম অধিবেশন শেষে বিকেলে কমিটি নির্বাচনের প্রক্রিয়া চলছিল।