আমাদের উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করা : তাবিথ

ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে লড়েছিলেন তাবিথ আউয়াল। বিএনপির সমর্থন নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই তাবিথের ওপরই আস্থা রেখেছে বিএনপি। এবার ‘ধানের শীষ’ নিয়েই ভোটের লড়াইয়ে নেমেছেন।
আগামীকাল শনিবার ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আগের দিন আজ শুক্রবার সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করা।’
পুরো মাসজুড়ে গণসংযোগে ব্যস্ত ছিলেন তাবিথ আউয়াল। ভোটের আগের দিন বিএনপির মহাসচিবের সঙ্গে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত করেন তাবিথ আউয়াল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ‘উনারা (আওয়ামী লীগ) প্রকাশ্যে বলেছেন, উনারা কেন্দ্রের আশে পাশে মহড়া দেবেন। কেন্দ্রগুলোকে দখল করবেন ও নিয়ন্ত্রণ করবেন। আকার ইঙ্গিতে তো কিছু বলার দরকার নেই। উনাদের উদ্দেশ্য উনারা পরিষ্কার করে দিয়েছেন।’
তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের এখানে প্রতিবাদ ও প্রতিরোধের কিছু নেই। আমাদের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করা। ভোটারদের অধিকার রক্ষা করা। তাই আমরা যেকোন মূল্যে ভোটারদেরকে উৎসাহিত করছি, ভোটাররা ভোটকেন্দ্র যাবেন, নিজ নিজ দায়িত্বে ভোট দিবেন।’