আধিপত্য নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ফের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৪

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও রোহিঙ্গা শরণার্থীদের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
আজ মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা। তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরোনো শরণার্থীদের মধ্যে কয়েকদিন ধরেই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় গত রোববার ও গতকাল সোমবার তিনজন রোহিঙ্গাকে হত্যা করা হয়। আজ আরো চারজন নিহত হলো।’
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি শরণার্থীবিষয়ক কর্মকর্তা।
নিহতদের মধ্যে তিনজনকে গুলি করে এবং একজনকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় একজন আনসার সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পরই রোহিঙ্গা ক্যাম্পে আরো পুলিশ পাঠানো হয়েছে।’
ঘটনার বর্ণনা দিয়ে শরণার্থীবিষয়ক কর্মকর্তা মো. সামছুদ্দৌজা আরো বলেন, ‘আজ সন্ধ্যা থেকেই কুতুপালং এক নম্বর ক্যাম্পে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা কাজ করছেন।’