আগামী নির্বাচনে তিন চর এলাকার ৯৫ ভাগ ভোট পাব : নিক্সন চৌধুরী

‘আগামী নির্বাচনে উন্নয়নের যে মার্কাই আমি পাই না কেন, এই তিন চর এলাকার ৯৫ ভাগ ভোট পাব’, বলেছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্ল্যা আগামী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তাবকারী ও সমর্থনকারী খুঁজে পাবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
ফরিদপুরের সদরপুরে এক জনসভায় নিক্সন চৌধুরী বলেন, ‘যেভাবে ২৪টি ইউনিয়নের নেতাকর্মী আমাকে সমর্থন দিয়েছেন, যেভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছেন, আমি চাচাকে (জাফরউল্ল্যা) বলি, আপনি নির্বাচনে প্রস্তাবকারী ও সমর্থনকারী খুঁইজা পাবেন না। ৪০ বছর আপনি এলাকার উন্নয়ন করেন নাই, মানুষের সেবা করেন নাই। জীবনে এক দিনের জন্য এই চর এলাকায় আসেন নাই।’
নিক্সন চৌধুরী বলেন, ‘আগামীতে উন্নয়নের যে মার্কাই আমি পাই না কেন, এই তিন চর এলাকার (সদরপুরের চর নাসিরপুর, দিয়ারা নাড়কেল বাড়িয়া ও আকটের চর ইউনিয়ন) ৯৫ ভাগ ভোট পাব।’
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের এই সংসদ সদস্য গতকাল বুধবার জনসভায় উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতে কী কী উন্নয়ন করবেন, সে বিষয়েও বলেন।
২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্ল্যাকে হারিয়ে স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। এরপর ২০১৮ সালের নির্বাচনে কাজী জাফরউল্ল্যাকে আবারও পারজিত করেন তিনি।