অসুস্থ অবস্থায় গৃহবন্দি খালেদা জিয়া : ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় গৃহবন্দি আছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এমন দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের গণতন্ত্রকে দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। দীর্ঘ নয় বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। অথচ বর্তমান সরকার মিথ্যা মামলায় তাঁকে কারাগারে রেখেছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় গৃহবন্দি আছেন।’
দেশের চলমান পরিস্থিতিকে ‘রাজনৈতিক সংকট’ উল্লেখ করে মির্জা ফখরুল এ সংকট উত্তরণে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। একই সঙ্গে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংবাদিক রাশেদুল হক প্রমুখ বক্তব্য দেন।