উৎসব: নওগাঁয় আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব কারাম
আদিবাসীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো কারাম পূজা। বংশ পরমপরায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীরা পূর্ণিমা তিথিতে কারাম পূজা পালন করে থাকে। পূজা-অর্চনা আর নাচ-গানের মধ্য দিয়ে যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমি নওগাঁয় আদিবাসীরা এই কারাম উৎসব পালন করে আসছে।এ বছর উৎসবের দিন সোমবার বিকেলে পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, শাড়ি আর ঢোল মাদলের তালে তালে রিমঝিম নাচ ও গানে সমতলের আদিবাসীদের চারপাশ ছিল মুখরিত। ঢোল আর...
সর্বাধিক ক্লিক