‘সময়ের প্রতিধ্বনি’ প্রদর্শনী শুরু হচ্ছে জাতীয় জাদুঘরে

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আজ থেকে শুরু হলো আর্ট ফ্লুয়েন্ট – কনটেম্পোরারি আর্টিস্ট গ্রুপ এর তৃতীয় দলীয় চিত্র প্রদর্শনী ‘সময়ের প্রতিধ্বনি: শিল্পের মাধ্যমে ভবিষ্যৎ রূপায়ণ’।
প্রদর্শনী চলবে ১৫ আগস্ট পর্যন্ত, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ একেবারেই ফ্রি।
আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিল্পী ও অধ্যাপক অধ্যাপক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারুকলা অনুষদের ডীন ড. আজহারুল ইসলাম সেইক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ সাদিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ এ এম কাউসার হাসান।
প্রদর্শনীর কেন্দ্রীয় বিষয় ‘সময়ের প্রতিধ্বনি’ প্রতিফলিত হয়েছে শিল্পীদের সৃজনশীল কাজগুলোতে। ৪৭ জন নবীন ও অভিজ্ঞ শিল্পীর হাতে তৈরি মোট ১০০’রও বেশি শিল্পকর্মের মধ্যে রয়েছে ওয়াটার কালার, অ্যাক্রেলিক, চারকোল, অয়েল, কলমের কাজ, ক্যানভাস ও পেপারের ওপর চিত্রকর্ম ছাড়াও ভাস্কর্য ও ইনস্টলেশন।
এই প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিতে, যা বাংলাদেশের গণতন্ত্র ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শিল্পীরা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে বর্তমান সময়ের প্রতিবিম্ব ও ভবিষ্যতের সম্ভাবনার ছবি এঁকেছেন।
আর্ট ফ্লুয়েন্ট ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকায় এবং লন্ডনে সফল প্রদর্শনী আয়োজন করেছে। তৃতীয় প্রদর্শনীর মাধ্যমে তারা বাংলাদেশের সমসাময়িক শিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরো বিস্তৃতভাবে উপস্থাপন করতে আগ্রহী।