অদ্বয় দত্তের দুই বই

এবারের একুশের বইমেলায় অদ্বয় দত্তের দুটি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে একটি উপন্যাস ও অন্যটি গল্পসংকলন। নতুন প্রকাশিত উপন্যাস ‘অনুপ্রবেশ’ এরই মধ্যে ঐন্দ্রজালিক প্রেমের উপন্যাস হিসেবে খ্যাতি পেয়েছে। কী আছে এতে? উপন্যাসে দেখা যায়, এক মেঘে ঢাকা সন্ধ্যায় মানিকগঞ্জের কাছে দুর্ঘটনার শিকার হয় অরিষ্ট। সাথে ছিল প্রেমিকা অবন্তী। অবন্তী বেঁচে যায়। আর রহস্যময় দুর্ঘটনায় অরিষ্ট চলে যায় এক ঐন্দ্রজালিক জগতে। সেই ব্যাখ্যাতীত জগতে ঘুরপাক খেতে থাকে মূল কাহিনি। জাদু বাস্তবতা, বৈজ্ঞানিক কল্পকাহিনী ও দর্শনের এক অদ্ভুত মিশেল ধরা পড়েছে এই কাহিনিতে। কাহিনির ঘোরপ্যাঁচ এমন এক ঘোর তৈরি করে, যা পাঠকের মনেও দাগ কাটবে তীব্রভাবে।
লেখকের আটটি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা ছোটগল্পের সংকলন ‘পাশা খেললেন ঈশ্বর’। এর প্রতিটি গল্পই প্রকাশিত হয়েছে কোনো না কোনো সংবাদপত্রে। পরবর্তীকালে সেসব গল্প নতুন করে সম্পাদনার পর প্রকাশিত হয়েছে এই গ্রন্থ। গল্পকার অদ্বয় দত্ত এই গল্পসংকলন প্রসঙ্গে বলেন, ‘এখানে যে আটটি গল্পের জায়গা হয়েছে, তার প্রতিটিই আমার কাছে এক একটি নতুন ভূখণ্ড আবিষ্কারের মতো। আশা করা যায়, অভিনব বিষয়বৈচিত্র্যে ঋদ্ধ এ সংকলনের আটটি গল্পই পাঠককে ভাবাবে নতুন করে।’
উপন্যাস : অনুপ্রবেশ। প্রচ্ছদ : ধ্রুব এষ। প্রকাশক : সময় প্রকাশন। মূল্য : ১১০ টাকা।
গল্পসংকলন : পাশা খেললেন ঈশ্বর। প্রচ্ছদ : দেওয়ান আতিকুর রহমান। প্রকাশক : ভাষাচিত্র। মূল্য : ১৫০ টাকা।